মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩২৫
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ প্রতিটি কাজের মধ্যে একটা চেতনা থাকে। আবার প্রতি চেতনায় দুর্বলতাও রহিয়াছে। সুতরাং যদি সংশ্লিষ্ট ব্যক্তি তাহার কাজের মধ্যে মধ্যমপন্থা অবলম্বন করে এবং (সীমালঙ্ঘন বা হ্রাস না করিয়া) মধ্যমপন্থার নিকটবর্তী থাকিয়া কাজ করে, তবে তোমরা তাহার সম্পর্কে আশান্বিত হইতে পার। আর যদি তাহার প্রতি অঙ্গুলী দ্বারা ইংগিত করা হয় তবে তোমরা তাহাকে গণনায় আনিও না। – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ شَيْءٍ شِرَّةٌ وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةٌ فَإِنْ صَاحِبُهَا سَدَّدَ وَقَارَبَ فَارْجُوهُ وَإِنْ أُشِيرَ إِلَيْهِ بِالْأَصَابِعِ فَلَا تعدوه» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

“অঙ্গুলী দ্বারা ইঙ্গিত করা” মানে সে খুব বেশী বেশী এবাদত করে এবং তাহার এবাদতের কথা মানুষের মধ্যে ছড়াইয়া পড়ে। লোকেরা তাহাকে বড় ধরনের আবেদ বলিয়া জানে, ইহাতে সে নিজের মধ্যে গর্ববোধ করিতে আরম্ভ করে। এমন ব্যক্তির এবাদত আল্লাহর কাছে কোন মূল্য রাখে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩২৫ | মুসলিম বাংলা