মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩২৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৪। হযরত ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ মহান কল্যাণময় আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ আমি এমন কতিপয় মালুক সৃষ্টি করিয়াছি যাহাদের মুখের বাণী চিনি অপেক্ষা সুমিষ্ট। আর তাহাদের অন্তর মুছাব্বর অপেক্ষা তিক্ত। আমি আমার শপথ করিয়া বলিতেছি, আমি তাহাদের উপর এমন বিপর্যয় নাযিল করিব যে, তাহাদের জ্ঞানী-গুণী ব্যক্তিগণও দিশাহারা হইয়া পড়িবে। তাহারা কি আমাকে ধোঁকা দিতে চাহিতেছে নাকি আমার উপর ধৃষ্টতা পোষণ করিতেছে? – তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الرقاق
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: لَقَدْ خَلَقْتُ خَلْقًا أَلْسِنَتُهُمْ أَحْلَى مِنَ السُّكَّرِ وَقُلُوبُهُمْ أَمَرُّ مِنَ الصَّبْرِ فَبِي حَلَفْتُ لَأُتِيحَنَّهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيمَ فِيهِمْ حَيْرَانَ فَبِي يغترّون أم عليَّ يجترؤونَ؟ رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান