মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩২৩
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শেষ যমানায় এমন কিছুসংখ্যক লোকের আবির্ভাব ঘটিবে যাহারা দ্বীনের দ্বারা দুনিয়া হাসিল করিবে। (অর্থাৎ, দ্বীনদারী প্রকাশ করিয়া মানুষকে ধোঁকায় ফেলিবে) মানুষের দৃষ্টিতে বিনয়ভাব প্রকাশের জন্য মেষ-দুম্বার চামড়া পরিধান করিবে (অর্থাৎ, মোটা কম্বল বা পোশাক পরিধান করিয়া নিজেকে সুফী-দ্বীনদার প্রকাশ করিবে, তাহাদের মুখের ভাষা হইবে চিনি অপেক্ষা মিষ্টি। পক্ষান্তরে তাহাদের অন্তর হইবে ব্যাঘ্রের ন্যায় (হিংস্র)। আল্লাহ তা'আলা এই জাতীয় লোকদের সম্পর্কে বলেনঃ ইহারা কি আমাকে ধোঁকা দিতে চায়, নাকি আমার উপরে ধৃষ্টতা পোষণ করিতেছে? (জানিয়া রাখ !) আমি আমার শপথ করিয়া বলিতেছি, আমি তাহাদের উপর তাহাদের মধ্য হইতে এমন বিপদ প্রেরণ করিব যাহাতে তাহাদের বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিগণও দিশাহারা হইয়া পড়িবে। —তিরমিযী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ رِجَالٌ يَخْتِلُونَ الدُّنْيَا بِالدِّينِ يَلْبَسُونَ لِلنَّاسِ جُلُودَ الضَّأْنِ مِنَ اللِّينِ أَلْسِنَتُهُمْ أَحْلَى مِنَ السُّكَّرِ وَقُلُوبُهُمْ قُلُوبُ الذِّئَابِ يَقُولُ اللَّهُ: «أَبِي يَغْتَرُّونَ أَمْ عليَّ يجترؤون؟ فَبِي حَلَفْتُ لَأَبْعَثَنَّ عَلَى أُولَئِكَ مِنْهُمْ فِتْنَةً تدع الْحَلِيم فيهم حيران» . رَوَاهُ التِّرْمِذِيّ
