মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩২৭
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৭। আবু তামীমাহ্ (রঃ) বলেন, একদা আমি সাফওয়ান ও তাঁহার সঙ্গীদের নিকট উপস্থিত হই, তখন হযরত জুনদুব (রাঃ) তাহাদিগকে কিছু নসীহত করিতেছিলেন। তখন তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বিশেষ কিছু শুনিয়াছেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি যে ব্যক্তি নিজের আমলের কথা লোকদেরকে শুনায়, আল্লাহু তা'আলা কিয়ামতের দিন (লোক সম্মুখে) তাহাকে অপমানিত করিবেন, আর যে ব্যক্তি কষ্টের পথ অবলম্বন করে আল্লাহ্ তা'আলা তাহাকে কিয়ামতের দিন কষ্টে ফেলিবেন। তাহারা বলিলেন, আপনি আমাদিগকে আরও কিছু নসীহত করুন। তিনি বলিলেন, সর্বপ্রথম মানুষের যে জিনিস নষ্ট হয় তাহা হইল তাহার পেট। অতএব যথাসাধ্য সে যেন শুধু হালাল খায় এবং ইহার উপরই প্রতিষ্ঠিত থাকে। আর যাহার সামর্থ্য হয় যে, তাহার ও জান্নাতের মধ্যে এক মুষ্টি প্রবাহিত রক্ত আড়াল না করুক, তবে সে যেন তাহাই করে। —বুখারী
اَلْفصْلُ الثَّالِثُ
عَن أبي تَمِيمَة قَالَ: شَهِدْتُ صَفْوَانَ وَأَصْحَابَهُ وَجُنْدَبٌ يُوصِيهِمْ فَقَالُوا: هَلْ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا؟ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ سَمَّعَ إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الْإِنْسَانِ بَطْنُهُ فَمن اسْتَطَاعَ أَن لَا يَأْكُل إِلا طيبا فَلْيَفْعَلْ وَمَنِ اسْتَطَاعَ أَنْ لَا يَحُولَ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ مِلْءُ كَفٍّ مِنْ دَمٍ أَهَرَاقَهُ فَلْيفْعَل. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, অন্যায়ভাবে কাহারও সামান্য পরিমাণও রক্ত ঝরাইলে উহার দরুন সে জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। হযরত সাওয়ান ইবনে সুলাইম যুহরী ছিলেন প্রসিদ্ধ তাবেয়ী, মদীনার অধিবাসী। কথিত আছে যে, তিনি একটানা চল্লিশ বৎসর যাবৎ যমীনে পৃষ্ঠ রাখিয়া ঘুমান নাই। এমনকি অত্যধিক সজ্দা করার কারণে তাঁহার কপালে ছিদ্র হইয়া গিয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩২৭ | মুসলিম বাংলা