মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩২৮
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৮। হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মসজিদের দিকে বাহির হইয়া হযরত মুয়ায ইবনে জাবাল (রাঃ)-কে নবী (ﷺ)-এর রওযার পার্শ্বে ক্রন্দনাবস্থায় পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, কিসে আপনাকে কাঁদাইতেছে? তিনি বলিলেন, আমাকে এমন একটি জিনিসে কাঁদাইতেছে যাহা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি—‘রিয়া’ -এর সামান্য পরিমাণও শিরক। আর যে ব্যক্তি আল্লাহর বন্ধুদের সহিত শত্রুতা পোষণ করে সে যেন আল্লাহর মোকাবিলায় যুদ্ধে অবতীর্ণ হইল। বস্তুতঃ আল্লাহ্ তা'আলা পুণ্যবান, খোদাভীরু, লোকচক্ষু হইতে আত্মগোপনকারীদিগকে ভালবাসেন। তাহারা হইল এমন সব ব্যক্তি যাহারা লোকচক্ষু হইতে অনুপস্থিত থাকিলে কেহ তাহাদের খোঁজ নেয় না এবং তাহাদের সম্মুখে উপস্থিত হইলেও কেহ তাহাদিগকে (মেলে-মজলিসে) ডাকে না। আর (ডাকিলেও) তাহাদিগকে নিজেদের পাশে বসায় না। (অথচ) তাহাদের অন্তর হইল হেদায়তের প্রদীপ। তাহারা প্রত্যেক অন্ধকারাচ্ছন্ন জীর্ণ-শীর্ণ কুটির হইতে বাহির হয়। —ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَن عمر بن الْخطاب أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ وَمَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُتَفَقَّدُوا وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُقَرَّبُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তাহারা সাধারণ বেশে, দীন-হীন হালে, জরাজীর্ণ গৃহে অবস্থান করে। তাহাদের অন্তর সর্বদা খোদার স্মরণে জাগ্রত। রিয়া-সুমআ'র স্পর্শ হইতে সম্পূর্ণরূপে মুক্ত। ফলে মানুষের দৃষ্টিতে তাহারা খুবই হীন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩২৮ | মুসলিম বাংলা