মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩১১
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩১১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি তাহার পরিবার- পরিজনের নিকট আসিল এবং যখন দেখিল তাহারা ক্ষুধা ও উপবাসে পড়িয়া আছে, তখন সে (উহা সহ্য করিতে না পারিয়া) ময়দানের দিকে বাহির হইয়া গেল। অতঃপর তাহার স্ত্রী যখন দেখিল তাহার স্বামী (পরিবারের দুরবস্থায় দুঃখ ভারাক্রান্ত মনে লজ্জিত হইয়া) খাদ্যের তালাশে বাহিরে চলিয়া গিয়াছে। তখন সে আটা পিষার চাক্কির কাছে গেল এবং চাক্কির এক পার্ট আরেক পাটের উপর রাখিল, অতঃপর চুলার কাছে যাইয়া উহাতে আগুন জ্বালাইল। ইহার পর দো'আ করিল, আয় আল্লাহ্! তুমি আমাদের রিযক দান কর। ইহার পর সে চাক্কির নীচের তাগারীটির (বিরাট পাত্র) প্রতি লক্ষ্য করিয়া দেখিল উহা ভর্তি হইয়া রহিয়াছে। বর্ণনাকারী বলেন, অতঃপর সে রুটি তৈয়ার করার জন্য চুলার কাছে যাইয়া দেখে যে, সেখানের পাত্রটি রুটির দ্বারা পরিপূর্ণ হইয়া আছে। বর্ণনাকারী বলেন, ইহার পর স্বামী ঘরে ফিরিয়া (স্ত্রীকে লক্ষ্য করিয়া) জিজ্ঞাসা করিলঃ আমার চলিয়া যাওয়ার পর তোমরা কি কাহারও নিকট হইতে কিছু পাইয়াছ? স্ত্রী বলিল, হ্যাঁ, পাইয়াছি। আমরা আমাদের রবের নিকট হইতেই পাইয়াছি। অতঃপর সে (লোকটি) চাক্কির নিকট গিয়া উহার পাটটি খুলিয়া রাখিল এবং নবী (ﷺ)-এর নিকট ঘটনাটি বর্ণনা করা হইলে তিনি বলিলেনঃ যদি সে চাক্কীর পাটটি না সরাইত, তাহা হইলে কিয়ামত পর্যন্ত উহা ঘুরিতে থাকিত (এবং উহা হইতে আটা বাহির হইতে থাকিত।) —আহমদ
وَعَنْهُ قَالَ: دَخَلَ رَجُلٌ عَلَى أَهْلِهِ فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ الْحَاجَةِ خَرَجَ إِلَى الْبَرِيَّةِ فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ قَامَتْ إِلَى الرَّحَى فَوَضَعَتْهَا وَإِلَى التَّنُّورِ فَسَجَرَتْهُ ثُمَّ قَالَتْ: اللَّهُمَّ ارْزُقْنَا فَنَظَرَتْ فَإِذَا الْجَفْنَةُ قَدِ امْتَلَأَتْ. قَالَ: وَذَهَبَتْ إِلَى التَّنُّورِ فَوَجَدَتْهُ مُمْتَلِئًا. قَالَ: فَرَجَعَ الزَّوْجُ قَالَ: أَصَبْتُمْ بَعْدِي شَيْئًا؟ قَالَتِ امْرَأَتُهُ: نَعَمْ مِنْ رَبِّنَا وَقَامَ إِلَى الرَّحَى فَذُكِرَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَمَا إِنَّهُ لَوْ لَمْ يَرْفَعْهَا لَمْ تَزَلْ تَدور إِلَى يَوْم الْقِيَامَة» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের ভাষ্যে ইহাই প্রতীয়মান হয় যে, তাহারা স্বামী-স্ত্রী দুই জনই নিজেদের অভাব-অভিযোগের কথা কাহারও নিকট প্রকাশ না করিয়া সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করিল, ফলে আল্লাহ্ তা'আলা তাহাদেরকে গায়েব হইতে রিযক প্রদান করেন।
