মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩১০
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩১০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মহাপরাক্রমশালী পরওয়ারদিগার বলেনঃ যদি আমার বান্দাগণ আমার আনুগত্য করে, তাহা হইলে আমি তাহাদিগকে রাত্রে বৃষ্টি বর্ষণ করিব এবং দিনের বেলায় সূর্যের কিরণ ছড়াইয়া দিব, আর মেঘের গর্জন, বিদ্যুতের শব্দ তাহাদিগকে শুনাইব না। —আহমদ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَبُّكُمْ عَزَّ وَجَلَّ: لَوْ أَنَّ عَبِيدِي أَطَاعُونِي لَأَسْقَيْتُهُمُ الْمَطَرَ بِاللَّيْلِ وَأَطْلَعْتُ عَلَيْهِمُ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَمْ أُسْمِعْهُمْ صَوْتَ الرَّعدِ . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, রাত্রে তাহারা আরামে ঘুমাইতে পারিবে এবং দিনের বেলায় নিজেদের কাজ-কর্মে ব্যস্ত থাকিবে, ফলে বৃষ্টির দরুন উহাতে কোন প্রকার ব্যাঘাত ঘটিবে না। আর মেঘের গর্জন ও বিদ্যুতের চমক যে এক প্রকার ভীতি প্রদর্শন করে, উহা হইতেও সম্পূর্ণ নিরাপদে থাকিবে। মোটকথা, আল্লাহর প্রাকৃতিক শাস্তি হইতে নিরাপদে থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান