মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩০৯
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩০৯। হযরত আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক উপত্যকায় মানুষের অন্তরের ঘাঁটি রহিয়াছে। সুতরাং যে ব্যক্তি তাহার অন্তরকে উক্ত প্রত্যেক ঘাঁটির দিকে ধাবিত করে, আল্লাহ্ তা'আলা তাহাকে উহার যে কোন ঘাঁটিতে ধ্বংস করিতে পরওয়া করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনি তাহার ঘাঁটিসমূহের জন্য যথেষ্ট হইয়া যান। —ইবনে মাজাহ্
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ قَلْبَ ابْنِ آدَمَ بِكُلِّ وَادٍ شُعْبَةٌ فَمَنْ أَتْبَعَ قَلْبَهُ الشُّعَبَ كُلَّهَا لَمْ يُبَالِ اللَّهُ بِأَيِّ وَادٍ أَهْلَكَهُ وَمَنْ تَوَكَّلَ عَلَى اللَّهِ كَفَاهُ الشّعب» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, দুনিয়াতে কর্ম-সংস্থান ও আয়-উপার্জনের অসংখ্য পথ ও ব্যবস্থা আছে। যে ব্যক্তি সেই সমস্ত পথের পিছনে হন্যে হইয়া ঘুরে, সে আল্লাহর সাহায্য ও অনুগ্রহ হইতে বঞ্চিত থাকে। আর যে ব্যক্তি সকল পথ হইতে মুখ ফিরাইয়া আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ্ই তাহার সমস্ত প্রয়োজন সমাধা করিয়া দেন।
