মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩১২
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩১২। হযরত আবুদদদরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বান্দার রিযক তাহাকে এইভাবে খুঁজিয়া বেড়ায় যেমন তাহার মৃত্যুকাল তাহাকে খোঁজ করে। –আবু নোআইম তাঁহার হিল্‌ইয়াহ্ গ্রন্থে
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ» . رَوَاهُ أَبُو نُعَيْمٍ فِي «الْحِلْية»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মৃত্যু যেমন নিশ্চিত, তেমনই নির্ধারিত রিযক বান্দার নিকট পৌঁছিবেই, ইহাতে কোন সন্দেহ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩১২ | মুসলিম বাংলা