মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩০৭
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩০৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে এই আয়াতটি এইভাবে শিক্ষা দিয়াছেন। إِنِّي أَنَا الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ) অর্থাৎ, আমিই রিযকদাতা, ক্ষমতার আধার। —তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ্ ।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي أَنَا الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ) رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حسن صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত শব্দেও এই আয়াতটি পাঠ করা হয়, তবে প্রসিদ্ধ কেরাআত হইলঃ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ তবে শব্দের এই পার্থক্যে অর্থের মধ্যে কোন বিরোধ সৃষ্টি হয় না।
