মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩০৬
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩০৬। হযরত আবু যার (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোরআনের এমন একটি আয়াত আমি জানি, যদি লোকেরা উহার প্রতি আমল করিত, তবে উহাই তাহাদের জন্য যথেষ্ট হইত। তাহা হইল— وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ অর্থঃ ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া চলে তিনি তাহার মুক্তির রাস্তা তৈয়ার করিয়া দেন এবং তাহাকে এমন জায়গা হইতে রিযক প্রদান করেন, যাহা সে ধারণাও করিতে পারে না।' – আহমদ, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنِّي لَأَعْلَمُ آيَةً لَو أخَذ النَّاسُ بهَا لكفتهم: (وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ) رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩০৬ | মুসলিম বাংলা