মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩০৫
তৃতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩০৫। আর আবু বকর ইসমাঈলী তাঁহার সহীহ্ গ্রন্থে বর্ণনা করিয়াছেন, যখন বেদুঈন লোকটি তরবারী হাতে হুযূর (ﷺ)কে লক্ষ্য করিয়া বলিল, বল দেখি, আমার হাত হইতে কে তোমাকে রক্ষা করিবে? তখন তিনি বলিলেনঃ আল্লাহ্। ইহাতে তাহার হাত হইতে তলোয়ারখানা নীচে পড়িয়া গেল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তলোয়ার নিজ হাতে তুলিয়া বলিলেনঃ কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? সে বলিল, (আশা করি) আপনি উত্তম তরবারি ধারণকারী হইবেন অর্থাৎ, ক্ষমা করিয়া দিবেন। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ “তুমি এই সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া কোন মা'বূদ নাই; আর আমি নিশ্চয়ই আল্লাহর রাসূল।” উত্তরে সে বলিল, আমি ইহা বলিব না, তবে আপনার সাথে এই অঙ্গীকার করিতেছি যে, আমি কখনও আপনার সাথে যুদ্ধ করিব না এবং ঐ সমস্ত লোকদের সঙ্গেও থাকিব না যাহারা আপনার সাথে যুদ্ধ করে। ইহার পর হুযূর (ﷺ) তাহাকে ছাড়িয়া দিলেন। সে আপন সঙ্গীদের কাছে আসিয়া বলিল, 'আমি মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তির নিকট হইতে তোমাদের কাছে ফিরিয়া আসিয়াছি।' (এই বর্ধিত অংশটি হোমাইদী তাঁহার গ্রন্থে এবং ইমাম নববী ‘রিয়াযুস্ সালেহীন' কিতাবে বর্ণনা করিয়াছেন।
وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ الْإِسْمَاعِيلِيِّ فِي «صَحِيحِهِ» فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قَالَ: «اللَّهُ» فَسَقَطَ السيفُ من يَده فَأخذ السَّيْفَ فَقَالَ: «مَنْ يَمْنَعُكَ مِنِّي؟» فَقَالَ: كُنْ خَيْرَ آخِذٍ. فَقَالَ: «تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ» . قَالَ: لَا وَلَكِنِّي أُعَاهِدُكَ عَلَى أَنْ لَا أُقَاتِلَكَ وَلَا أَكُونَ مَعَ قَوْمٍ يُقَاتِلُونَكَ فَخَلَّى سَبِيلَهُ فَأَتَى أَصْحَابَهُ فَقَالَ: جِئْتُكُمْ مِنْ عِنْدِ خَيْرِ النَّاسِ. هَكَذَا فِي «كتاب الْحميدِي» و «الرياض»
