মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৭৭
দ্বিতীয় অনুচ্ছেদ - আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগ প্রসঙ্গ
৫২৭৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ এই হইল মানুষ আর ইহা হইল তাহার জীবন-সীমা (মৃত্যু)। ইহা বলিয়া তিনি উহার পিছনে হাত রাখিলেন। অতঃপর হাত প্রসারিত করিয়া বলিলেনঃ এস্থানে মানুষের আকাঙ্ক্ষা। —তিরমিযী
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَذَا ابْنُ آدَمَ وَهَذَا أَجَلُهُ» وَوَضَعَ يَدَهُ عِنْدَ قَفَاهُ ثُمَّ بَسَطَ فَقَالَ: «وَثَمَّ أمله» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মৃত্যু মানুষের অতি নিকটবর্তী, কিন্তু সে ইহা হইতে গাফেল থাকিয়া অত্যধিক আশা-আকাঙ্ক্ষার পশ্চাদ্ধাবন করিতে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২৭৭ | মুসলিম বাংলা