মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৭৮
দ্বিতীয় অনুচ্ছেদ - আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগ প্রসঙ্গ
৫২৭৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) নিজের সম্মুখে (মাটিতে) একটি কাঠি গাড়িলেন এবং উহারই পার্শ্বে আরেকটি গাড়িলেন। অতঃপর (তৃতীয়) আরেকটি গাড়িলেন উহা হইতে অনেক দূরে। তারপর উপস্থিত লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জান ইহা কি ? তাহারা বলিল, আল্লাহ্ ও তাঁহার রাসূল অধিক জ্ঞাত। তিনি বলিলেনঃ (মনে কর,) এই প্রথম কাঠিটি হইল মানুষ। আর দ্বিতীয়টি হইল তাহার মৃত্যু। আবু সাঈদ খুদরী ([রাঃ] সন্দেহজনকভাবে) বলেন, দূরবর্তী তৃতীয় কাঠিটির প্রতি ইংগিত করিয়া হুযূর (ﷺ) বলিয়াছেনঃ 'উহা হইল তাহার লোভ 'ও আকাঙ্ক্ষা। এদিকে সে মোহের সাগরে ডুবিয়া থাকে, অপর দিকে উহা পূর্ণ না হইতেই মৃত্যু তাহাকে পাইয়া বসে। —শরহে সুন্নাহ্
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَرَزَ عُودًا بَيْنَ يَدَيْهِ وَآخَرَ إِلَى جَنْبِهِ وَآخَرَ أَبْعَدَ مِنْهُ. فَقَالَ: «أَتُدْرُونَ مَا هَذَا؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «هَذَا الْإِنْسَانُ وَهَذَا الْأَجَلُ» أُرَاهُ قَالَ: «وَهَذَا الْأَمَلُ فَيَتَعَاطَى الْأَمَلَ فَلَحِقَهُ الْأَجَلُ دُونَ الْأَمَلِ» . رَوَاهُ فِي «شَرْحِ السّنة»
