মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৭৬
দ্বিতীয় অনুচ্ছেদ - আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগ প্রসঙ্গ
৫২৭৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) পেশাব করার পর মাটি দ্বারা তায়াম্মুম করিতেন। আমি বলিতাম ইয়া রাসূলাল্লাহ্ । পানি তো আপনার নিকটেই, তিনি বলিতেনঃ আমি কিরূপে জানিব যে, (মৃত্যু আসার পূর্বে) আমি সেই পর্যন্ত পৌঁছিতে পারিব কি না? শরহে সুন্নাহ্ ও কিতাবুল ওফা ইবনে জাওযী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُهَرِيقُ الْمَاءَ فَيَتَيَمَّمُ بِالتُّرَابِ فَأَقُولُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمَاءَ مِنْكَ قَرِيبٌ يَقُولُ: «مَا يُدْرِينِي لَعَلِّي لَا أَبْلُغُهُ» . رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ» وَابْنُ الْجَوْزِيِّ فِي كتاب «الْوَفَاء»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, হুযূর (ﷺ) মুহূর্তের জন্যও বে-অযু থাকা পছন্দ করিতেন না। পাক-পবিত্র অবস্থায় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিতেন।
