মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৬৭
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬৭। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, খায়বর জয় করা পর্যন্ত আমরা খেজুর দ্বারাও পরিতৃপ্ত হই নাই। —বুখারী
كتاب الرقاق
وَعَن ابنِ عمَرَ قَالَ: مَا شبِعنا من تمر حَتَّى فتحننا خَيْبَرَ. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

এখানে ‘আমরা' দ্বারা হযরত উমরের পরিবার অথবা সাহাবায়ে কেরাম উভয়টি হইতে পারে। তবে দ্বিতীয় অর্থটিই স্পষ্ট। বস্তুতঃ খায়বার বিজয়ের পর মুসলমানদের মধ্যে আর্থিক সচ্ছলতা ফিরিয়া আসে এবং খাদ্যাভাব দূরীভূত হইয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২৬৭ | মুসলিম বাংলা