মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৬৬
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬৬। হযরত যায়েদ ইবনে আসলাম (রাঃ) বলেন, একদিন হযরত উমর (রাঃ) পান করার জন্য পানি চাহিলেন। তখন তাঁহার কাছে এমন পানি আনা হইল যাহাতে মধু মিশ্রিত ছিল। তখন তিনি বলিলেন, ইহা খুব সুস্বাদু বটে। তবে আমি আল্লাহ্ তা'আলাকে এমন এক কওমের উপর দোষারোপ করিতে শুনিয়াছি যাহারা নিজ প্রবৃত্তির অনুসরণ করিয়াছে। অর্থাৎ, আল্লাহ্ বলিয়াছেনঃ তোমরা তোমাদের দুনিয়ার যিন্দেগীতেই তোমাদের প্রাপ্ত নিয়ামতের স্বাদ উপভোগ করিয়াছ। (এখন পরকালে আর তোমাদের পাওনা কিছুই নাই,) সুতরাং আমি আশংকা করিতেছি, (অনুরূপভাবে) আমাদিগকেও আগে-ভাগে দুনিয়াতে তাড়াতাড়ি আমাদের নেক কাজের প্রতিদান দেওয়া হইতেছে কি না? এই বলিয়া তিনি আর উহা পান করিলেন না। —রাযীন
كتاب الرقاق
وَعَن زيدِ بنِ أسلمَ قَالَ: اسْتَسْقَى يَوْمًا عُمَرُ فَجِيءَ بِمَاءٍ قَدْ شيبَ بعسلٍ فَقَالَ: إِنَّه لطيِّبٌ لكني أَسْمَعُ اللَّهَ عَزَّ وَجَلَّ نَعَى عَلَى قَوْمٍ شَهَوَاتِهِمْ فَقَالَ (أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا) فَأَخَافُ أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا فَلَمْ يشربْه. رَوَاهُ رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২৬৬ | মুসলিম বাংলা