মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৬৫
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬৫। হযরত ইমরান ইবনে হোছাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, আল্লাহ্ তা'আলা তাঁহার ঈমানদার, গরীব, পরিবারের বোঝা বহনকারী, অবৈধ উপায় থেকে বাঁচিয়া থাকে, এমন বান্দাকে ভালবাসেন। —ইবনে মাজাহ্
كتاب الرقاق
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ عَبْدَهُ الْمُؤْمِنَ الْفَقِيرَ الْمُتَعَفِّفَ أَبَا الْعِيَالِ» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে ব্যবহৃত متعفف (মুতাআফফিফ) শব্দের অর্থ ব্যাপক। মহৎ চরিত্রবান এবং ন্যায়পরায়ণ। যে মু'মিন গরীব অবস্থায়ও চরিত্র কলুষিত করেন না, সৎ, ন্যায়পরায়ণ, খাঁটি, লজ্জাশীল। অর্থাৎ আফিফ এমন ব্যক্তি যিনি লজ্জাশীল, নিখুঁত অন্যায়ভাবে প্রয়োজন পূরণ করেন না বা অন্যের কাছে হাত পাতেন না, আল্লাহ তাকে মহব্বত করেন। যখন মু'মিন ব্যক্তি ইশকে ইলাহীর উচু মরতবায় অধিষ্ঠিত থাকেন, তখন আল্লাহ তাঁর অন্তরে প্রাচুর্য ঢেলে দেন। তিনি সামান্য জিনিসে সন্তুষ্ট থাকেন, অন্যের নিকট হাত সম্প্রসারিত করে নিজেকে অবনত ও লাঞ্ছিত করেন না। তিনি অন্যায়ভাবে প্রয়োজন পূরণ করে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টি অর্জন করেন না। আল্লাহর এ ধরনের বান্দাগণ পার্থিব উপায়-উপকরণের অভাবকে খুব বড় করে দেখেন না। তাঁরা সবর ও সন্তুষ্টির উঁচু মাকামে অবস্থান করার দরুন আল্লাহ তাদেরকে ভালবাসেন, তিনি যাদের ভালবাসেন, দুনিয়া ও আখিরাতে তাঁদের কামিয়াবী নিশ্চিত। কোন কিছুর জন্য তারা দুনিয়ার কোন রাজা-বাদশাহ, আমীর-ওমারার মুখাপেক্ষী নন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২৬৫ | মুসলিম বাংলা