মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৫৫
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৫৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একবার সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া পড়িলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাদিগকে এক একটি করিয়া খেজুর দিলেন। —তিরমিযী
كتاب الرقاق
وَعَن أبي هُرَيْرَة أَنَّهُ أَصَابَهُمْ جُوعٌ فَأَعْطَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرَةً تَمْرَةً. رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে রাসূলুল্লাহর সাহাবীগণ দ্বারা 'আহলে সোফফা'কে বুঝান হইয়াছে। অর্থাৎ, যেই সমস্ত গরীব মুহাজির সাহাবী মসজিদে নববীতে অবস্থান করিতেন, তাঁহারা।