মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৫৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৫৪। হযরত আবু তালহা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ক্ষুধার অভিযোগ করিলাম এবং আমাদের প্রত্যেকের পেটের উপর এক একখানা পাথর বাঁধা; জামা তুলিয়া তাহা দেখাইলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আপন কাপড় তুলিয়া স্বীয় পেটের উপর বাঁধা দুইখানা পাথর দেখাইলেন। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الرقاق
وَعَنْ أَبِي طَلْحَةَ قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُوعَ فَرَفَعْنَا عَنْ بُطُونِنَا عَنْ حَجَرٍ حَجَرٍ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَطْنِهِ عَن حجرين. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: حَدِيث غَرِيب