মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১২
তৃতীয় অনুচ্ছেদ
৫২১২। হযরত হোযাইফা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, একদা তিনি এক ভাষণে বলেনঃ মদ হইল পাপের সমষ্টি। নারী সম্প্রদায় শয়তানের ফাঁদ। দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। বর্ণনাকারী বলেন, আমি তাঁহাকে ইহাও বলিতে শুনিয়াছি; তোমরা নারীদিগকে পিছনে সরাইয়া রাখ, যেইভাবে আল্লাহ্ তাহাদিগকে পিছনে রাখিয়াছেন। — রাযীন।
وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: «الْخَمْرُ جِمَاعُ الْإِثْمِ وَالنِّسَاءُ حَبَائِلُ الشَّيْطَانِ وَحُبُّ الدُّنْيَا رَأْسُ كُلِّ خَطِيئَةٍ» قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: «أَخِّرُوا النِّسَاءَ حَيْثُ أَخَّرَهُنَّ اللَّهُ» . رَوَاهُ رزين

হাদীসের ব্যাখ্যা:

“যেমন আল্লাহ্ পিছনে রাখিয়াছেন" ইহার অর্থঃ আল্লাহ্ তা'আলা কোরআনে নারীদেরকে মূল আলোচনায়, শরী'আতের বিধানে এবং মর্যাদায় পুরুষদের পরে উল্লেখ করিয়াছেন। আর “নারী সম্প্রদায় শয়তানের ফাঁদ” ইহার অর্থঃ শয়তান তাহাদের মাধ্যমে পুরুষদেরকে বিপথগামী করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান