মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২১১
তৃতীয় অনুচ্ছেদ
৫২১১। হযরত আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, দুনিয়া ঐ ব্যক্তির ঘর, যাহার (আখেরাতে) ঘর নাই এবং ঐ ব্যক্তিরই মাল, যাহার (আখেরাতে) কোন মাল নাই। আর দুনিয়ার জন্য সেই ব্যক্তিই সঞ্চয় করে যাহার আকল বা বুদ্ধি নাই। –আহমদ ও বায়হাকী
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ وَمَالُ مَنْ لَا مَالَ لَهُ وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان»
