মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১০
তৃতীয় অনুচ্ছেদ
৫২১০। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ঘর-বাড়ী তৈরীর মধ্যে হারাম মাল লাগানো হইতে বাঁচিয়া থাক । কেননা, উহা হইল ধ্বংসের মূল। —হাদীস দুইটি বায়হাকী শো' আবুল ঈমানে
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا الْحَرَامَ فِي الْبُنْيَانِ فَإِنَّهُ أَسَاسُ الْخَرَابِ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা ইদ্রিস কান্দলভী (রহঃ) বলেনঃ যেই ঘর হারাম মালের দ্বারা নির্মিত হয়, স্বভাবতঃই উহাতে ফাসেক ও বদকার লোকদের আড্ডা জমে। পরিণতিতে তাহার আখেরাত বরবাদ হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২১০ | মুসলিম বাংলা