মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২০৯
তৃতীয় অনুচ্ছেদ
৫২০৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তির মাল-সম্পদে বরকত দান করা না হয়, তখন সে উহাকে পানি ও মাটিতে ব্যয় করে।
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ يُبَارَكْ لِلْعَبْدِ فِي مَالِهِ جَعَلَهُ فِي المَاء والطين»
হাদীসের ব্যাখ্যা:
'পানি ও মাটিতে ব্যয় করে' দ্বারা অহেতুক নিষ্প্রয়োজনে ঘর-বাড়ী নির্মাণ করে, সেই দিকে ইংগিত করা হইয়াছে।
