মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২১৩
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২১৩। আর বায়হাকী তাঁহার শো আবুল ঈমান গ্রন্থে হযরত হাসান বসরী (রঃ) হইতে শুধু حب الدنيا رأس كل خطيئة “দুনিয়ার মহব্বত প্রত্যেক পাপের মূল বা উৎস” এই বাক্যটি মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন।
كتاب الرقاق
اَلْفصْلُ الثَّالِثُ
وروى اليهقي مِنْهُ فِي «شُعَبِ الْإِيمَانِ» عَنِ الْحَسَنِ مُرْسَلًا: «حب الدُّنْيَا رَأس كل خَطِيئَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান