মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে বান্দাকে সর্বপ্রথম যেই প্রশ্ন করা হইবে তাহা হইল ; তাহাকে জিজ্ঞাসা করা হইবে, আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করি নাই, আমি কি তোমাকে ঠাণ্ডা পানি দিয়া পরিতৃপ্ত করি নাই ? – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ: أَلَمْ نُصِحَّ جِسْمَكَ؟ وَنَرْوِكَ من المَاء الْبَارِد؟ . رَوَاهُ التِّرْمِذِيّ
