মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৯৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯৫। হযরত আনাস (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কিয়ামতের দিন আদম সন্তানকে এমন অবস্থায় আনা হইবে যেন সে একটি অসহায় বকরীর ছানা। অতঃপর তাহাকে আল্লাহ্ তা'আলার সম্মুখে দাঁড় করান হইবে। তখন আল্লাহ্ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, আমি তোমাকে (হায়াত ও স্বাস্থ্য) দান করিয়াছিলাম, (দাস-দাসী, ধন-দৌলতের) মালিক বানাইয়াছিলাম এবং আমি তোমাকে (দ্বীনে হকের) নেয়ামত দান করিয়াছিলাম, আমার সেই সমস্ত নিয়ামতকে কি কাজে ব্যয় করিয়াছ? সে বলিবে, হে আমার রব! আমি উহাকে সঞ্চয় করিয়াছি, (ব্যবসা করিয়া) উহাতে বৃদ্ধি করিয়াছি এবং (অবশেষে) প্রথমে যাহা ছিল তদপেক্ষা অধিক পরিমাণে ছাড়িয়া আসিয়াছি। সুতরাং আমাকে পুনরায় (দুনিয়াতে) ফিরাইয়া দিন, আমি উক্ত সমুদয় সম্পদ আপনার নিকট লইয়া আসিব। আল্লাহ্ তা'আলা তাহাকে বলিবেনঃ যাহা কিছু তুমি আগে প্রেরণ করিয়াছ তাহা আমাকে দেখাও। উত্তরে সে (পূর্বের ন্যায়) আবার বলিবে, হে আমার রব! আমি উহাকে সঞ্চয় করিয়াছি, উহাতে বৃদ্ধি করিয়াছি এবং পূর্বে যাহা ছিল তাহা হইতে অধিক ছাড়িয়া আসিয়াছি। সুতরাং আমাকে পুনরায় দুনিয়াতে পাঠাইয়া দাও। তবে সমুদয় সম্পদ নিয়া তোমার নিকট আসিব। তখন প্রকাশ পাইবে যে, সে এমন এক বান্দা, যে আখেরাতের জন্য কোন নেক আমল প্রেরণ করে নাই। সুতরাং তাহাকে দোযখের দিকে লইয়া যাওয়া হইবে। -তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি যঈফ।
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُجَاءُ بِابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ بَذَجٌ فَيُوقَفُ بَيْنَ يَدَيِ اللَّهِ فَيَقُولُ لَهُ: أَعْطَيْتُكَ وَخَوَّلْتُكَ وَأَنْعَمْتُ عَلَيْكَ فَمَا صَنَعْتَ؟ فَيَقُولُ: يَا رَبِّ جَمَعْتُهُ وَثَمَّرْتُهُ وَتَرَكْتُهُ أَكْثَرَ مَا كَانَ فَارْجِعْنِي آتِكَ بِهِ كُلِّهِ. فَيَقُولُ لَهُ: أَرِنِي مَا قَدَّمْتَ. فَيَقُولُ: رَبِّ جَمَعْتُهُ وَثَمَّرْتُهُ وَتَرَكْتُهُ أَكثر ماكان فَارْجِعْنِي آتِكَ بِهِ كُلِّهِ. فَإِذَا عَبْدٌ لَمْ يُقَدِّمْ خَيْرًا فَيُمْضَى بِهِ إِلَى النَّارِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَضَعفه
