মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৯৭
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় একটুও নড়িতে পারিবে না যে পর্যন্ত না তাহার নিকট হইতে পাঁচটি বিষয়ের উত্তর চাওয়া হইবে। (১) তাহার বয়স সম্পর্কে—সে উহা কি কাজে ব্যয় করিয়াছে ? (২) তাহার যৌবন সম্পর্কে— সে উহা কি কাজে ক্ষয় করিয়াছে? (৩) তাহার মাল-সম্পদ সম্পর্কে— সে উহা কোথা হইতে অর্জন করিয়াছে ? (৪) আর উহা কোথায় ব্যয় করিয়াছে ? (৫) এবং যেই এলম হাসিল করিয়াছিল উহা অনুযায়ী কি আমল করিয়াছে? — তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ: عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ؟ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

মাল-সম্পদের আয়ের উৎস যেমন বৈধ ও হালাল হইতে হইবে, তদ্রূপ ব্যয়ের ক্ষেত্রও বৈধ হইতে হইবে। সুতরাং নিজের ইচ্ছানুযায়ী যে কোন পথে ব্যয় করার অধিকার কাহারও নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১৯৭ | মুসলিম বাংলা