মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৮৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) বাহির হইলেন, আমরাও তাঁহার সঙ্গে ছিলাম। এই সময় তিনি একটি উঁচু গুম্বজ দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, এইটি কি ? সঙ্গীগণ বলিলেন, ইহা অমুক আনসারী ব্যক্তির। ইহা শুনিয়া তিনি নীরব রহিলেন এবং উহা (ঘৃণা) নিজের মনেই রাখিলেন। অবশেষে যখন সেই ঘরওয়ালা আসিয়া লোকজনের মধ্যে হুযূর (ﷺ)কে সালাম করিল, তখন তিনি তাহার দিক হইতে চেহারা ফিরাইয়া লইলেন। এইভাবে কয়েকবার করিল, এমনকি লোকটি হুযূর (ﷺ)এর অসন্তুষ্টি এবং তাহার দিক হইতে মুখ ফিরান অনুধাবন করিয়া হুয়ূরের সাহাবীদের নিকট ব্যাপারটি প্রকাশ করিল এবং বলিল, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে (আমার প্রতি) অসন্তুষ্ট দেখিতেছি। তাহারা বলিলেন, হুযূর (ﷺ) এই দিকে বাহির হইয়া তোমার গুম্বজটি দেখেন, (ইহাতেই তিনি অসন্তুষ্ট হন।) এই কথা শুনিয়া লোকটি তাহার গুম্বুজের দিকে ফিরিয়া গেল এবং উহাকে ভাঙ্গিয়া চুরমার করিয়া যমীনের সাথে মিশাইয়া দিল। ইহার পর আবার একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) এই দিকে বাহির হইলেন; কিন্তু গুম্বজটি দেখিলেন না। জিজ্ঞাসা করিলেনঃ গুম্বজটির কি হইল ? তাহারা বলিলেন, উহার মালিক আমাদের নিকট আসিয়া আপনার অসন্তুষ্টির কথা বলিলে আমরা তাহাকে ইহার কারণটি অবহিত করিলাম, অতঃপর সে উহাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ সাবধান! একান্ত প্রয়োজনীয় ঘর ব্যতীত অন্য কোন ইমারত উহার মালিকের জন্য বিপদ (অর্থাৎ, আযাবের কারণ হইবে)। –আবু দাউদ
كتاب الرقاق
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا وَنَحْنُ مَعَهُ فَرَأَى قُبَّةً مُشْرِفَةً فَقَالَ: «مَا هَذِهِ؟» قَالَ أَصْحَابُهُ: هَذِهِ لِفُلَانٍ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ فَسَكَتَ وَحَمَلَهَا فِي نَفْسِهِ حَتَّى إِذَا جَاءَ صَاحِبُهَا فَسَلَّمَ عَلَيْهِ فِي النَّاسُ فَأَعْرَضَ عَنْهُ صَنَعَ ذَلِكَ مِرَارًا حَتَّى عرفَ الرجلُ الغضبَ فِيهِ والإِعراضَ فَشَكَا ذَلِكَ إِلَى أَصْحَابِهِ وَقَالَ: وَاللَّهِ إِنِّي لَأُنْكِرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالُوا: خَرَجَ فَرَأَى قُبَّتَكَ. فَرَجَعَ الرَّجُلُ إِلَى قُبَّتِهِ فَهَدَمَهَا حَتَّى سَوَّاهَا بِالْأَرْضِ. فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَلَمْ يَرَهَا قَالَ: «مَا فَعَلَتِ الْقُبَّةُ؟» قَالُوا: شَكَا إِلَيْنَا صَاحِبُهَا إِعْرَاضَكَ فَأَخْبَرْنَاهُ فَهَدَمَهَا. فَقَالَ: «أَمَا إِنَّ كَلَّ بِنَاءٍ وَبَالٌ عَلَى صَاحِبِهِ إِلَّا مَا لَا إِلَّا مَا لَا» يَعْنِي مَا لَا بُدَّ مِنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ