মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৮৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কোন ব্যক্তির জীবনধারণের) প্রত্যেকটি খরচ আল্লাহ্ তা'আলার রাস্তায় ব্যয় করার মধ্যে গণ্য—ঘর-বাড়ী ব্যতীত। কেননা, উহাতে কোন কল্যাণ নাই। —তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النَّفَقَةُ كُلُّهَا فِي سَبِيلِ اللَّهِ إِلَّا الْبِنَاءَ فَلَا خَيْرَ فِيهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
