মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৮২
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮২। হযরত খাব্বাব (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেনঃ মু'মিন ব্যক্তি (জীবনধারণের উদ্দেশ্যে) যাহা খরচ করে, তাহাকে উহাতে সওয়ার দেওয়া হয়। কিন্তু সে এই মাটির মধ্যে যাহা ব্যয় করে (উহাতে কিছুই দেওয়া হয় না)। —তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الرقاق
وَعَن خباب عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْفَقَ مُؤْمِنٌ مِنْ نَفَقَةٍ إِلَّا أُجِرَ فِيهَا إِلَّا نَفَقَتَهُ فِي هَذَا التُّرَابِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

'মাটির মধ্যে ব্যয় করা' অর্থঃ নিষ্প্রয়োজন শানদার দালান-কোঠা তৈয়ারীতে ব্যয় করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান