মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫১৮৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮৫। হযরত আবু হাশেম ইবনে উতবা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে উপদেশস্বরূপ বলিলেনঃ সমস্ত মাল-সম্পদের মধ্যে তোমার জন্য একজন খাদেম ও আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য একটি সওয়ারীই যথেষ্ট। – আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্। আর মাসাবীহর কোন কোন গ্রন্থে عتبة -এর স্থলে অর্থাৎ, عتبد ‘তা’-এর পরিবর্তে ‘দাল’ আছে, কিন্তু ইহা ভুল ।
وَعَن أبي هَاشم بن عُتبَةَ قَالَ: عَهِدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَكْفِيكَ مِنْ جَمْعِ الْمَالِ خَادِمٌ وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ. وَفِي بَعْضِ نسخ «المصابيح» عَن أبي هَاشم بن عتيد بِالدَّال بدل التَّاء وَهُوَ تَصْحِيف
