মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১৩২
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩২। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন মানুষের মধ্যে সেই বান্দাই মর্যাদায় নিকৃষ্ট সাব্যস্ত হইবে, যে অন্যের পার্থিব কল্যাণে নিজের আখেরাত ধ্বংস করিয়াছে। —ইনে মাজাহ্
وَعَنْ أَبِي

أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «مِنْ شَرِّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ عَبْدٌ أَذْهَبَ آخِرَتَهُ بِدُنْيَا غَيْرِهِ» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কোন অত্যাচারী যালিমের কাজে সাহায্য করিয়াছে। অথবা অন্যায়ভাবে কাহারও পার্থিব উপকারে সাহায্য করিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১৩২ | মুসলিম বাংলা