মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১৩৩
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমলনামার দফতর তিন প্রকার। (এক) এমন দর যাহা আল্লাহ্ তা'আলা ক্ষমা করিবেন না। তাহা হইল আল্লাহ্ তা'আলার সহিত শিরক করা। এই সম্পর্কে মহা-পরাক্রমশালী আল্লাহ্ তা'আলা (কোরআনে) ঘোষণা দিয়াছেনঃ 'নিশ্চয় আল্লাহ্ তা'আলা তাঁহার সহিত শিরক করাকে ক্ষমা করিবেন না।' (দুই) এমন দফতর; আল্লাহ্ তা'আলা উহাকে এমনিতেই ছাড়িবেন না। তাহা হইল বান্দাদের মধ্যকার পারস্পরিক যুগ্ম-অত্যাচার, যতক্ষণ না একজনের নিকট হইতে অপরজন প্রতিশোধ গ্রহণ করিবে। (তিন) এমন আমলনামা, যাহার প্রতি আল্লাহ্ গুরুত্ব দিবেন না। তাহা হইল, আল্লাহ্ ও বান্দাদের মধ্যকার যুগ্ম বিষয়ক। ইহা আল্লাহ্ তা'আলার মর্জির উপর ন্যস্ত। যদি তিনি ইচ্ছা করেন তাহাকে সাজা দিবেন। আর যদি ইচ্ছা করেন তাহাকে ক্ষমা করিয়া দিবেন।
وَعَنْ

عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدَّوَاوِينُ ثَلَاثَةٌ: دِيوَانٌ لَا يَغْفِرُهُ اللَّهُ: الْإِشْرَاكُ بِاللَّهِ. يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ (إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ)

وَدِيوَانٌ لَا يَتْرُكُهُ اللَّهُ: ظُلْمُ الْعِبَادِ فِيمَا بَيْنَهُمْ حَتَّى يَقْتَصَّ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ وَدِيوَانٌ لَا يَعْبَأُ اللَّهُ بِهِ ظُلْمُ الْعِبَادِ فِيمَا بينَهم وبينَ الله فَذَاك إِلَى اللَّهِ فَذَاكَ إِلَى اللَّهِ: إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِن شَاءَ تجَاوز عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১৩৩ | মুসলিম বাংলা