মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১১৮
২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৮। বাহয ইবনে হাকীম (রঃ) তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ক্রোধ ঈমানকে এমনভাবে বিনষ্ট করে, যেমনিভাবে 'ছাবির' মধুকে বিনষ্ট করিয়া দেয়।
وَعَنْ بَهْزِ

بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصبرُ الْعَسَل»

হাদীসের ব্যাখ্যা:

‘ছাবির' এক প্রকার তিক্ত ফল। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইহা পাওয়া যায়— ইংরেজীতে বলা হয় PRICKLY-PEAR. আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে 'মুছাব্বর'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১১৮ | মুসলিম বাংলা