মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১১৭
২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর বাণী— ادْفَعْ بِالَّتِي هِيَ أحسن (অর্থঃ মন্দকে ভাল দ্বারা দমন কর)-এর মর্ম ‘ক্রোধের সময় ধৈর্যধারণ করা এবং মন্দ ব্যবহার ক্ষমা করা।' যখন মানুষ এই নীতি অবলম্বন করিবে তখন আল্লাহ্ তা'আলা তাহাদিগকে বিপদ-আপদ হইতে রক্ষা করিবেন এবং শত্রুদিগকে এমনভাবে অনুগত করিয়া দিবেন যেন তাহারা ঘনিষ্ঠ বন্ধু। বুখারী তা'লীক হিসাবে
وَعَنِ

ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ تَعَالَى: (ادْفَعْ بِالَّتِي هِيَ أحسن)

قَالَ: الصَّبْرُ عِنْدَ الْغَضَبِ وَالْعَفْوُ عِنْدَ الْإِسَاءَةِ فَإِذَا فَعَلُوا عَصَمَهُمُ اللَّهُ وَخَضَعَ لَهُمْ عَدُوُّهُمْ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ قَرِيبٌ. رَوَاهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মন্দের প্রতিদান ভালর দ্বারা দেওয়াই উচিত। ইহাতে অন্যায়কারীর অন্তরে পরিবর্তন আসিবে। ফলে সে লজ্জিত হইয়া পূর্ব নীতি পরিহার করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১১৭ | মুসলিম বাংলা