মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৯৯
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৯৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ ইয়া আল্লাহ্! তুমি আমাকে উত্তম গঠনে সৃষ্টি করিয়াছ, অতএব, আমার স্বভাব- চরিত্রকেও উত্তম কর। – আহমদ
وَعَنْ

عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ حسَّنَت خَلقي فأحسِنْ خُلقي» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম (ﷺ) দৈহিক গড়নে-গঠনে সমস্ত মানবকুলের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিলেন। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, “তাহার চাইতে সুন্দর আমি আগে বা পরে কাহাকেও দেখিতে পাই নাই।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৯৯ | মুসলিম বাংলা