মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১০০
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫১০০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদিগকে বলিয়া দিব না তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে ?
তাঁহারা বলিলেন হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে তিনিই সর্বোত্তম—যিনি বয়সে বড় এবং স্বভাব-চরিত্রে ভাল। – আহমদ
তাঁহারা বলিলেন হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে তিনিই সর্বোত্তম—যিনি বয়সে বড় এবং স্বভাব-চরিত্রে ভাল। – আহমদ
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُنْبِئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى. قَالَ: «خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَخْلَاقًا» رَوَاهُ أَحْمد
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُنْبِئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى. قَالَ: «خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَخْلَاقًا» رَوَاهُ أَحْمد
