মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৯৪
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৯৪। আর হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের এক বর্ণনায় আছে, যখন উভয়ের কোন একটিকে ছিনাইয়া লওয়া হয় তখন অপরটিও উহার পশ্চাতে অনুগমন করে। —বায়হাকী শোআবুল ঈমানে
وَفِي رِوَايَةِ

ابْنِ عَبَّاسٍ: «فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا تَبِعَهُ الْآخَرُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৯৪ | মুসলিম বাংলা