মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৯৫
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৯৫। হযরত মুয়ায (রাঃ) বলেন, যখন আমি সওয়ারীর রেকাবে পা রাখিলাম তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে উপদেশ দিলেন। বলিলেনঃ হে মুয়ায ! মানুষের জন্য তোমার আচরণ উত্তম রাখ। — মালেক
وَعَن مُعاذٍ

قَالَ: كانَ آخرُ مَا وصَّاني بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ أَنْ قَالَ: «يَا مُعَاذُ أحسُنْ خُلُقكَ للنَّاس» . رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

৯ম হিজরীতে হযরত মুয়ায ইয়ামান দেশের শাসক নিযুক্ত হইয়া তথায় যাওয়ার প্রাক্কালে তাঁহার প্রতি হুযূর (ﷺ)-এর ইহা সর্বশেষ নসীহত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৯৫ | মুসলিম বাংলা