মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৮৭
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৮৭। ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে মুসলমান মানুষের সহিত মেলা-মেশা করে এবং তাহাদের জ্বালা-যন্ত্রণায় ধৈর্যধারণ করে, সে ঐ ব্যক্তি অপেক্ষা অনেক উত্তম যে তাহাদের সাথে মেলা-মেশা করে না এবং তাহাদের যন্ত্রণাও সহ্য করে না। – তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنِ

ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُ الَّذِي يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ أَفْضَلُ مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وابنُ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৮৭ | মুসলিম বাংলা