মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৮৬
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৮৬। হযরত মাকহুল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ঈমানদারগণ নাকে রশি লাগানো উটের মত সরল-সহজ ও কোমল স্বভাবের হয়।
যখন উহাকে টানা হয় তখন সে চলে। আর যদি তাহাকে পাথরের উপর বসাইতে চাওয়া হয় তাহলে সে উহার উপরেই বসিয়া পড়ে। —তিরমিযী মুরসাল হিসাবে
وَعَنْ مَكْحُولٍ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُونَ هَيِّنُونَ لَيِّنُونَ كَالْجَمَلِ الْآنِفِ إِنْ قِيدَ انْقَادَ وَإِنْ أُنِيخَ عَلَى صخرةٍ استَناخَ» . رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান