মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৯
১৩. তৃতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৯। সিরিয়ার ফিলিস্তীনের অধিবাসী উবাদাহ্ ইবনে কাসীর—তিনি তাঁহার আপন গোত্রীয় ‘ফাসীলাহ্' নাম্নী এক মহিলা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! কোন ব্যক্তির আপন গোত্রীয় লোকদিগকে ভালবাসা কি আসাবিয়্যাত বা সাম্প্রদায়িকতার অন্তর্ভুক্ত? তিনি বলিলেনঃ না; বরং সাম্প্রদায়িকতা হইল কোন ব্যক্তি নিজের গোত্রকে তাহার যুমের উপর সাহায্য-সহায়তা করা। —আহমদ ও ইবনে মাজাহ্
الْفَصْل الثَّالِث
عَن عُبَادَةَ

بْنِ كَثِيرٍ الشَّامِيِّ مِنْ أَهْلِ فِلَسْطِينَ عَن امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فَسِيلَةُ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يَنْصُرَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান