মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৮
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৮। হযরত আবুদ্দারদা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ বস্তুর প্রেম তোমাকে অন্ধ ও বধির করিয়া ফেলে। —আবু দাউদ
وَعَنْ أَبِي

الدَّرْدَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُبُّكَ الشَّيْءَ يُعْمِي وَيُصِمُّ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

কোন ব্যক্তি বা বস্তুর প্রেমে পড়িয়া উহার দোষ-ত্রুটি উপেক্ষা করিয়া চলাও এক প্রকার আসাবিয়্যাত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান