মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৭
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৭। হযরত জুবাইর ইবনে মুতয়িম (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি লোকদিগকে আসাবিয়্যাতের দিকে ডাকে, নিজেও আসাবিয়্যাতের সমর্থনে যুদ্ধ করে এবং আসাবিয়্যাতের সমর্থনে মৃত্যুবরণ করে সে ব্যক্তি আমাদের দলের নহে। –আবু দাউদ
وَعَن

جُبَيْرُ بْنُ مُطْعِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَصَبِيَّةً وَلَيْسَ مِنَّا من مَاتَ علىعصبية» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

বংশ বা গোত্রীয় লোকদের সাথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা নিষিদ্ধ আসাবিয়্যাতের অন্তর্ভুক্ত নহে। আধুনিক সমাজবিজ্ঞানের পরিভাষায় বর্ণবাদ, গোত্রবাদ ইত্যাদিই আসাবিয়্যাত। ইহার অপর নাম হইল সাম্প্রদায়িকতা। সুতরাং ভাষা, বর্ণ, গোত্র, ধর্ম ও অঞ্চল ভিত্তিক সাম্প্রদায়িকতা ইসলামে জায়েয নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান