মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৬
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৬। সুরাকা ইবনে মালেক ইবনে জোশুম (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের উদ্দেশে ভাষণ দিলেন এবং বলিলেনঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে আপন গোত্রের পক্ষ হইতে প্রতিরোধ করে, যে পর্যন্ত না সে কোন গুনাহে লিপ্ত হয়। — আবু দাউদ
وَعَن

سُراقَة بن مالكِ بن جُعْشُم قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «خير كم الْمُدَافِعُ عَنْ عَشِيرَتِهِ مَا لَمْ يَأْثَمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯০৬ | মুসলিম বাংলা