মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯০৫
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৫। হযরত ওয়াসিলা ইবনে আসকা' (রাঃ) বলেন, একদা আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আসাবিয়্যাত' কি? তিনি বলিলেনঃ অন্যায় কাজে তোমার স্ব-গোত্রের সাহায্য করা। –আবু দাউদ
وَعَن
واثلةَ بن الأسقَعِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ» رَوَاهُ أَبُو دَاوُد
واثلةَ بن الأسقَعِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ» رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ইহা জাহেলী যুগের একটি কুখ্যাত পরিভাষা। এক গোত্র অপর গোত্রের সহিত যুদ্ধে লিপ্ত হইলে তাহাদের সামাজিক নিয়ম-প্রথা অনুযায়ী প্রত্যেকে স্ব-স্ব গোত্রের সমর্থনে বাধ্যতা মূলকভাবে জড়িত হইয়া পড়িত। ইহাতে ন্যায়-অন্যায়ের বিচার-বিবেচনা করা হইত না। ইসলা মের আবির্ভাবের পর উক্ত শব্দটি সেই বর্বর যুগের মন্দ প্রথার দিকে ইংগিত করিয়া অন্যায়ের উপর পক্ষপাতিত্ব করার অর্থে ব্যবহৃত হয়।
