মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি অন্যায়ের উপরে আপন গোত্রের সাহায্য করে, তাহার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যাহা কূপে পতিত হইয়াছে, অতঃপর উহার লেজ ধরিয়া টানা হইতেছে। —আবু দাউদ
كتاب الآداب
وَعَنِ

ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رَدَى فَهُوَ يُنزَعُ بذنَبِه» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

খাদে পড়া উটের লেজ ধরিয়া টানিলে লাভ তো কিছুই হইবে না; বরং লেজখানা ছিঁড়িয়া যাইবে, ফলে উটটিই ধ্বংস হইবে। অনুরূপভাবে আপন গোত্রীয় লোকদের অন্যায় কাজে সহযোগিতা করিয়া নিজেকে বড় করিয়া তুলিয়া ধরার আকাঙ্ক্ষা করিলে পরিশেষে তাহাদের সাথে সে নিজেও ধ্বংস হইবে। বাতিলের সহযোগীর পরিণামও অনুরূপ। আল্লাহর কালামের ঘোষণাও তাহাই إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا বাতিলের ধ্বংস অবশ্যম্ভাবী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান