মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০৩
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৩। আব্দুর রহমান ইবনে আবু উকবা (রঃ) আবু উকবা হইতে বর্ণনা করেন এবং তিনি (আবু উকবা) ছিলেন পারস্যের অধিবাসী আযাদকৃত গোলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ওহুদের যুদ্ধে উপস্থিত ছিলাম। তখন আমি এক মুশরিককে (অস্ত্রের দ্বারা) আঘাত করিলাম এবং বলিলাম, এই আঘাত আমার তরফ হইতে লও। আমি হইলাম পারস্যের একজন গোলাম। এই সময় নবী (ﷺ) আমার দিকে তাকাইলেন এবং বলিলেনঃ তুমি কেন এই কথা বলিলে না যে, 'ইহা আমার তরফ হইতে লও, আমি হইলাম একজন আনসারী গোলাম।' –আবু দাউদ
وَعَنْ

عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عُقْبَةَ عَنْ أبي عُقبةَ وَكَانَ مَوْلًى مِنْ أَهْلِ فَارِسَ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا فَضَرَبْتُ رَجُلًا مِنَ الْمُشْرِكِينَ فَقُلْتُ خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلَامُ الْفَارِسِيُّ فَالْتَفَتَ إِلَيَّ فَقَالَ: هَلَّا قُلْتَ: خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلَامُ الْأَنْصَارِيُّ؟ . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

তৎকালীন পারস্যের অধিবাসীগণ ছিল অগ্নিপূজক মজুসী। আনসারগণ ছিলেন নবী (ﷺ)-এর অনুসারী মুসলিম, আর ইসলামের নীতি হইল যে ব্যক্তি কোন মুসলমানের মৈত্রী-বন্ধনে আবদ্ধ হইয়া ইসলাম গ্রহণ করে অথবা যে গোলামকে কোন মুসলমান আযাদ করে, সে তাহারই বংশে গণ্য হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯০৩ | মুসলিম বাংলা