মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯০২
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০২। উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি জাহিলী যুগের (বংশ খান্দানের) উপর গর্ব করে, তাহাকে বল, সে যেন তাহার পিতৃপুরুষদের লজ্জাস্থান চিবায়; আর এই কথাটি বলিতে ইংগিতের আশ্রয় লইও না। —শরহে সুন্নাহ্
وَعَن أُبيِّ

بن كعبٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فَأَعِضُّوهُ بِهَنِ أَبِيهِ وَلَا تُكَنُّوا» . رَوَاهُ فِي «شَرْحِ السّنة»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, জাহেলিয়াতের বংশের উপর গর্ব করা অতি ঘৃণিত বিষয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯০২ | মুসলিম বাংলা